ঢাকাWednesday , 9 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • শরণখোলায় সুন্দরবন থেকে লোকালয়ে শূকর, আক্রমণে আহত ৩ ভাই।

    দেশ চ্যানেল
    October 9, 2024 3:11 am
    Link Copied!

    হারুন শেখ সটাফ রিপোর্টার বাগেরহাট জেলা ।।

    বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক বন্য শূকরের আক্রমণে আপন ৩ ভাই আহত হয়েছেন। এলাকাবাসির ধারণা খাবারের সন্ধানে লোকালয়ে আসে এ শূকরটি।

    মঙ্গলবার ৮ (অক্টোবর)দুপুরে উপজেলার ৩ রায়েন্দা ইউনিয়নের উত্তর তাফালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতারা হলেন- উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের বাসিন্দা মৃত্যু বারেক হাওলাদারের ছেলে ৭ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ কবির মোল্লা (৩৮) তার ভাই ওমর মোল্লা (৩২)মাসুদ মোল্লা(২৮)তাদের মধ্যে ওমর মোল্লা গুরুতর আহত হন।

    স্থানীয়রা জানায়, প্রায়ই সুন্দরবন থেকে শূকরের পাল লোকালয়ে এসে ফসলি জমি নষ্ট করে।একইভাবে একটি শূকর বন থেকে উত্তর তাফালবাড়ি গ্রামের কবির মোল্লার বাড়ির রান্নাঘরে ঢুকে পড়ে তখন কবির মোল্লা তাড়িয়ে দিতে গেলে ক্ষিপ্ত হয়ে তার উপর আক্রমণ চালায়।এসময় তার চিৎকার শুনে তাকে রক্ষা করতে ছোট দুই ভাই এগিয়ে আসলে শূকরটি একে একে তাদেরকে ও আক্রমণ করে।পরে আহতদের উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।এ ব্যাপারে বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. মাহবুব হাসান বলেন, ‘বন্য শূকর লোকালয়ে এসে লোকজনের ওপর আক্রমণের সংবাদ পেলাম। আমরা খোঁজখবর নিয়ে দেখছি। ’বন্য শূকর লোকালয় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি, খাবারের খোঁজে হয়তো শূকরটি লোকালয়ে পথ ভুলে আসতে পারে খাবার খোঁজে লোকালয়ে পথ ভুলে আসতে পারে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST