ঢাকাWednesday , 9 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালিহাতীতে ১৫৬টি দুর্গাপূজা মন্ডপে আনসার সদস্য মোতায়েন।

    দেশ চ্যানেল
    October 9, 2024 3:16 am
    Link Copied!

    আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইলঃ

    হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

    মঙ্গলবার  (৮ অক্টোবর) দুপুরে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তায় ৯৬৬ জন আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়।

    ব্রিফিংয়ে আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ ও প্রশিক্ষিকা আইরিন আক্তার প্রমুখ।

    কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে অধিক গুরুত্বপূর্ণ পূজা মন্ডপে ৭ জন করে পুরুষ,২ জন করে মহিলা এছাড়াও  গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মণ্ডপে ৪ জন করে পুরুষ ও ২ জন করে মহিলা মোট ৯৬৬ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

    উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাশেদা পাড়ভেজ জানান, প্রয়োজনীয় ব্রিফিং ও প্রস্তুতি শেষে উপজেলার ১৫৬টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদ্‌যাপন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST