ঢাকাWednesday , 9 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতাকে পালাতে সহায়তার অভিযোগে বিএনপির নেতা বহিস্কার।

    দেশ চ্যানেল
    October 9, 2024 3:51 pm
    Link Copied!

    আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া আওয়ামীলীগ নেতাকে পালাতে সহায়তা করায় বিএনপির এক নেতাকে বহিস্কার করা হয়েছে। ওই নেতার নাম মো. জাহিদুল ইসলাম (মেম্বার)। তিনি উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। বুধবার (০৯অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন এই তথ্য নিশ্চিত করে বলেন, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে ওই নেতাকে বহিষ্কার করা হয়। এছাড়া বহিস্কৃত নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে দাবি করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আরো বলেন, বিগত ২৯ সেপ্টেম্বর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু আওয়ামীলীগের ১৪১জন নেতার নাম উল্লেখসহ অসংখ্য অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। উপজেলা বিএনপির মিছিলে সশস্ত্র হামলা ও দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়। এই মামলার অন্যতম আসামি হলেন শেরুয়া গ্রামের আ.লীগ নেতা মো. সিরাজুল ইসলাম। মঙ্গলবার (০৮অক্টোবর) সন্ধ্যার দিকে তাকে ধরতে মাঠে নামে পুলিশ। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে পুলিশ ওই আ.লীগ নেতাকে আটক করলেও বিএনপি নেতার হস্তক্ষেপে পালিয়ে যেতে সক্ষম হন। তিনি আরো বলেন, পুলিশ ওই আ.লীগ নেতাকে আটক করার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলাম মেম্বার। সেইসঙ্গে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এমনকি গ্রেপ্তার নেতাকে থানায় নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করেন। এরইমধ্যে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ওই আ.লীগ নেতা। পরে পুলিশের পক্ষ থেকে ওই ঘটনাটি বিএনপি নেতাদের জানালে তাকে বহিস্কার করা হয়। তবে এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বহিস্কার হওয়া জাহিদুল ইসলাম বলেন, আ.লীগ নেতা সিরাজুল ইসলাম আমার সম্পর্কে মামা। পুলিশ তাকে গ্রেপ্তার করলে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে নির্দোষ দাবি করেন। এসময় পরিবারসহ বাইরের আত্মীয়স্বজনরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করেন। এরইমধ্যে মামা সিরাজুল ইসলাম পালিয়ে যান। তবে তিনি এসবের মধ্যে নেই বলে দাবি করেন তিনি। এ প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, বিগত ০৫আগষ্টের পর থেকে ইউনিয়ন বিএনপি নেতা জাহিদুল ইসলামের বিরুদ্ধে ভাঙচুর ও লুটপাটের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তাছাড়া গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতাতে পালাতে সহায়তা করে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন তিনি। তাকে বিএনপির সব পদ থেকে বহিস্কার করা হয়েছে।জানতে চাইলে শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক এ প্রসঙ্গে বলেন, বিএনপি নেতার দায়ের করা মামলার ১০৭নম্বর আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু বিএনপি নেতা ও তার সহযোগীরা গ্রেপ্তারকৃতকে ছিনিয়ে নিয়ে গেছেন। তাই পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST