মোঃ আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ.
ডেঙ্গু প্রতিরোধে মানিকগঞ্জ শহরের খাল পরিস্কার কাজে অংশ নিয়েছে বিডি ক্লিনের ৩৬০ জন স্বেচ্ছাসেবী সদস্য।
শুক্রবার (১১ই অক্টোবর) সকাল এগারোটায় মানিকগঞ্জ পৌরসভার আয়োজনে থেকে বিডি ক্লিনের সদস্যরা এই কার্যক্রমে অংশ নেয় ।
এর আগে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বিডি ক্লিনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও খাল পরিস্কার পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করেন।
বিডি ক্লিনের সদস্য রাসেল আহমেদ জানান, ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা হিসেবে তারা মানিকগঞ্জে খালটি পরিস্খার করে দিয়ে যাবে, কিন্তু আগামীতে এটা পরিচ্ছন্ন রাখতে মানিকগঞ্জ বাসীকে উদ্যোগী হতে হবে।
আরেক সদস্য নিরব হোসেন জানান, সারা দেশে তাদের মোট ৫৯টি সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানে ৪৬ হাজার সক্রিয় সদস্য রয়েছে।
মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সানজিদা জেসমিন জানান, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থান থেকে বিডি ক্লিনের ৩৬০ জন্য সদস্য মানিকগঞ্জের এই খাল পরিস্কার কাজে অংশ নিয়েছে। তারা সম্পূর্ন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়েছে।