ঢাকাSaturday , 12 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে খামারিদের মাঝে পশুপাখির খাদ্য সামগ্রী বিতরণ।

দেশ চ্যানেল
October 12, 2024 12:01 pm
Link Copied!

আবদুর রহিম-কোম্পানীগঞ্জপ্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের মাঝে প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রায় দেড় শতাধিক খামারীদের মাঝে গবাদিপশু পাখির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তাসলিমা ফেরদৌসির সার্বিক তত্তাবধানে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক।

এসময় তিনি বলেন,আমরা খামারিদের জন্য মধ্যমেয়াদি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি,তারমধ্যে বিদ্যুৎ বিল দিতে না পারলে খামারিদের লাইন কেটে দেয়ার বিষয়ে নিষেধ করা হয়েছে। এছাড়াও খামারিদের জন্য বিদ্যুৎবিল কমিয়ে আনার বিষয় ও হৃনগ্রস্থদের কিস্তি পরিশোধে সময় বাড়িয়ে দিয়ে লভ্যাংশ কমানোর আলোচনার কথাও জানান তিনি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর চট্রগ্রাম বিভাগীয় পরিচালক হুমায়ুন কবির। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ,কোম্পানীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ হাবেল উদ্দীন, চরএলাহী যুবদলের সাবেক সভাপতি ইসমাইল হোসেন তোতা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,প্রাণি পুষ্টি উন্নয়ন প্রকল্পের ডাইরেক্টর আমজাদ হোসেন ভূইয়া,পিপিআর নির্মুল প্রকল্পের উপ-পরিচালক ডাঃ অমর জোতি চাকমা, উপ-পরিচালক শরিফুল হক,উপ-পরিচালক মেহেদী হাসান মামুন, উপপরিচালক (কৃত্রিম প্রজনন) আমিনুল ইসলাম খান।

 

অনুষ্ঠান শেষে বিনামূল্যে ছাগল-ভেড়াকে পিপিআর টিকা প্রদান, ঘাসে কাটিং বিতরণ, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিদর্ষণ করেন মহাপরিচালক ডাঃ মোহাম্মদ রেয়াজুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST