ঢাকাTuesday , 22 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁর সাপাহারে ভারত থেকে বন্যায় ভেসে এলো কচুরিপানা, চাষাবাদ নিয়ে সংকটে বিলের কৃষক।

    দেশ চ্যানেল
    October 22, 2024 4:25 am
    Link Copied!

    ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি:

    পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কয়েক দফা বন্যায় নওগাঁর সাপাহার উপজেলার জবাই বিলের উত্তরের তাঁরাচাঁদ খাড়িতে জমেছে কচুরিপানা। যে কারণে কৃষকরা চাষাবাদ শুরু করতে পারছেন না।

    পানি শুকিয়ে যাওয়া শুরু নওগাঁর সাপাহার উপজেলার তাঁরাচাঁদ খাড়ি ( মহিষ ডাঙ্গা) বিলের কৃষকরা চাষাবাদ শুরু করতে পারছেন না। কয়েক দফা বন্যায় বিলজুড়ে জমেছে কচুরিপানা। সেগুলো সরিয়ে জমিকে চাষযোগ্য করে তোলাই বড় সংকট হয়ে দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না কৃষিশ্রমিক। মহিষ ডাঙ্গা বিলের পাশে বাখরপুর গ্রামের কৃষক লোকমান হোসেন বলেন, ‘চলতি বছরে কয়েক দফা বন্যায় বিলের জমি প্রায় ছয় মাস পানিতে নিমজ্জিত ছিল। ফলে চাষ করা নিয়ে সংকটে পড়তে হচ্ছে । স্রোতের সঙ্গে ভেসে এসেছে কচুরিপানা। এখন বোরোধান চাষের জন্য জমি প্রস্তুত করতে বেগ পেতে হচ্ছে। কচুরিপানা জমে থাকায় বোরোধানের বীজতলা করা যাচ্ছে না। শ্রমিক নিয়ে পাঁচ বিঘা জমির কচুরিপানা পরিষ্কার করতে ৩০ থেকে ৪০ হাজার টাকার প্রয়োজন।একই গ্রামের আরেক কৃষক আব্দুল হামিদ বলেন, ‘বিলের জমিতে এমনিতেই বছরে একবারের বেশি ফসল হয় না। দীর্ঘস্থায়ী বন্যার কারণে এ বছর কৃষকরা মহাসংকটে পড়েছে। বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে শ্রমিক সংকট। টাকা দিয়েও কচুরিপানা সরানোর লোক পাওয়া যাচ্ছে না। সময় মতো ধান চাষ করা সম্ভব হবে কি না তা নিয়ে সংশয় আছে।উপজেলা স্থানীয় বিলের কৃষকগণ বলেন, ‘দীর্ঘস্থায়ী বন্যা এবং বন্যা পরবর্তী জলাবদ্ধতার কারণে বিলের জমি কচুরিপানায় ভরে গেছে। মাছ ধরতে বিলের সঙ্গে সংযুক্ত মহিষ ডাঙ্গা বিলে বাঁশের ঘেরাও ( বানা ) ও বীমে কচুরিপানা আটকে যাওয়া একমাত্র কারণ হয়ে দাড়িয়েছে । তাই বন্যার পানি নেমে গেলেও কচুরিপানা থেকে গেছে। কচুরিপানাগুলো সরিয়ে ফেললে চাষ করা সম্ভব হবে।

    উল্লেখ্য: কচুরিপানাগুলো অপসারণের জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসার বরাবর গণস্বাক্ষরিত একটি আবেদন করেছেন বিলের সকল কৃষকগণ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST