মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জের প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র সহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল(৫৫) কে ১ নং ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাবু অরুণ কুমার সাহা(৫৮) কে ২ নং, সাবেক সংসদ সদস্য মির্জা আজম এর ছোট ভাই সাবেক পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির(৫০) কে ৩নং ও শহর আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা গোলাম মওলা সোহেল(৪৮) কে ৪ নং, সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না(৫০) ৫ নং, অধ্যক্ষ গোলাম রব্বানী (৬০) ৬ নং এবং চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান বদরুল আলম সরদার সহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন। এছাড়াও ৮০/৯০ জন কে অজ্ঞাত রাখা হয় এ নাশকতা মামলায়।
এ মামলায় বৃহস্পতিবার রাতেই জোড়খালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আমিনুর মন্ডল (৫৫) ও শহর যুবলীগের নিস্ক্রিয় সদস্য ব্যবসায়ী জাফর ইকবাল সৌকত (৩০) কে আটক করা হয়। উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর/২০২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান বাদী হয়ে ৫৩ জন নামীয় আসামী দিয়ে নাশকতা মামলা দায়ের করেন, সে মামলায় এ পর্যন্ত ২০ জন আসামী কে আটক করা হয়।
গত বৃহস্পতিবার রাতে সহ মাদারগঞ্জ মডেল থানায় দুটি নাশকতা মামলা হয়।
এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু গতরাতে ৬৮ জন নামীয় এজহারভুক্ত আসামী এবং ৮০/৯০ জনকে অজ্ঞাত করে নাশকতা মামলা দায়ের করে, এ মামলায় ২ জনকে আটক করে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে এ অভিযান অব্যাহত থাকবে।