ঢাকাSaturday , 26 October 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • লাখাইয়ে সিনিয়র শিক্ষক অসীম কুমার চৌধুরীর জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা ।

    দেশ চ্যানেল
    October 26, 2024 3:46 pm
    Link Copied!

    লাখাই উপজেলা প্রতিনিধি

    লাখাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অসীম কুমার চৌধুরীর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

    ২৬ অক্টোবর রোজ শনিবার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ্রের সভাপতিত্বে ও মোহাম্মদ এমদাদুর রহমান, মোঃ আলমগীর হোসেন ও শাহ আহম্মদ আলী শান্তর পরিচালনায় এক জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অসীম কুমার চৌধুরীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন কমিটির  প্রধান সমন্বয়ক মোহাম্মদ এমদাদুর রহমান।

    বক্তব্য রাখেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বিদায়ী সিনিয়র শিক্ষক ও সংবর্ধিত ব্যক্তিত্ব অসীম কুমার চৌধুরী।

    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দিলীপ কুমার রায়, আবু জাহির মডেল কলেজের অধ্যক্ষ রফিক আলী,বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জিহাদ কামাল খোকন, মহসিন সাদেক, আব্দুস সহিদ,আকিবুর রহমান, এমদাদুল হক, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মহরম আলী,মহি উদ্দিন মলাই,জুয়েল রানা,মোঃ মাহবুবুর রহমান,রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন,সিনিয়র শিক্ষক সমর চন্দ্র ধর,ইঞ্জিনিয়ার মাহবুব, মাওলানা মঈনুদ্দিন, শরীফ উদ্দিন, মোঃ সেলিম মিয়া,আব্দুল মমিন,সালা উদ্দিন আহমেদ ফুরুক,এডভোকেট ইয়ারুল ইসলাম, নুরুজ মিয়া,মোঃ হাদিস মিয়া, আল আমিন সোহাগ, আব্দুল হালিম সবুজ, সোহেল রানা সওদাগর, সাংবাদিক সুমন আহমেদ বিজয়, ডাঃ প্রিতম দেব ও ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ প্রমূখ।

    মানপত্র পাঠ করেন অহনা ভট্টাচার্য। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে বিদায়ী শিক্ষক অসীম কুমার চৌধুরী কে ফুল দিয়ে বরণ করেন এবং বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী বৃন্দ।

    বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরতেই  পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন হাফেজ ইশরাক আহমেদ রাহী ও গীতা পাঠ করেন রিতি সামন্ত।

    অনুষ্ঠান শুরুর আগে হবিগঞ্জের অসীম কুমার চৌধুরীর বাসা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বরণ করেন এবং অনুষ্ঠান শেষে বিকালে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে হবিগঞ্জ অসীম কুমার চৌধুরীর  বাসায় পৌঁছে দেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা।

    উল্লেখ্য যে অসীম কুমার চৌধুরী ১৯৯৩ সালে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং ২০২৪ সালে তার ৩১ কর্মজীবন শেষ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST