রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধি
খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার জি আর মামলার পরোয়ানাভুক্ত আসামির ধারালো অস্ত্রের আঘাতে রামগড় থানার উপপরিদর্শক (এসআই) আজিমুল হক গুরুতর আহত ।
২৮ অক্টোবর সোমবার রাত ১০ঃ০০টার দিকে রামগড় উপজেলার ১নং রামগড় ইউনিয়নের খাগড়াবিল নোয়াপাড়া নামক স্থানে হতে মারামারির একটি জি আর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ সৈয়দ বাবর উদ্দিন ভূইয়াকে ধরতে গিয়ে এ ঘটনা ঘটে এবং পরে পুলিশ হামলাকারীকে আটক করে। আসামি মোঃ সৈয়দ বাহার উদ্দিন ভূইয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানা পুলিশের একটি দল ওই এলাকায় জি আর মামলার পরোয়ানাভুক্ত আসামি সৈয়দ বাবর উদ্দিন ভূইয়াকে আটকের উদ্দেশ্য তার বাড়িতে গেলে বাড়ির দরজা খুলতেই আসামির হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এস আই আজিমুলের মাথায় আঘাত করে। পরে ঘটনার স্থলে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা ওই হামলাকারীকে আটক করে।পরে আহত এসআই আজিমুলকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং তিনি চিকিৎসাধীন রয়েছে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: ফাহাদ বলেন, এস আই আজিমুলের মাথায় চোখের উপরে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক ভাবে জখম হয়েছে। বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে তবে বর্তমানে তিনি আশংকামুক্ত বলে তিনি জানান।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করতে গিয়ে এস আই আজিমুল আহত হয়েছেন। পূর্বের মামলা ও পুলিশের উপর হামলার ঘটনায় আসামিকে আটক করে খাগড়াছড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।