স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি::
খাগড়াছড়ির পানছড়িতে লতিবান ইউপির শান্তি রঞ্জন কার্বারী পাড়ায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সশস্ত্র ডেরায় একটি প্রতিপক্ষ দলের ব্রাশফায়ারে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে প্রতিপক্ষ একটি দল লতিবান এলাকার শান্তি রঞ্জন কার্বারী পাড়ায় অবস্থিত ইউপিডিএফ প্রসিত গ্রুপের সশস্ত্র ডেরায় ব্রাশফায়ার করে। এতে নিহত মন্যা চাকমা (সিজন) (৫০), খরকসেন ত্রিপুরা (শাসন) ত্রিপুরা (৩৫) ও পরান্টু চাকমা (জয়েন) চাকমা (২২) ইউপিডিএফ এর সহযোগী অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য বলে জানা গেছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা।
পানছড়ি থানা পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, এখনো কোনো মামলা হয়নি, লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়িতে প্রেরনের পক্রিয়া চলছে।
ঘটনার জেরে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা আগামীকাল ৩১ অক্টোবর খাগড়াছড়ি জেলা জুড়ে অবরোধের ডাক দেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউপিডিএফ নিয়ন্ত্রিত পানছড়ি এলাকার দখল নিতে প্রতিপক্ষ গ্রুপগুলো বিগত বছর ধরে চেষ্টায় আছে। সেই সূত্র থেকে এই হামলার ঘটনা ঘটতে পারে।