হারুন শেখ স্টাপ রিপোর্টার বাগেরহাট জেলা।
বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার তার ব্যক্তিগত আয়োজনে এক ব্যতিক্রমি উদ্যোগ গ্রহন করেছেন। বিদ্যালয় বন্দের দিনে সহকারী শিক্ষকদের পেশাগত উদ্বুদ্ধকরন বিষয়ক এই কর্মশালা বুহস্পতিবার সকাল থেকে শুরু করেন । বাগেরহাটের ৭০০ সহকারী শিক্ষকদের এই প্রশিক্ষন প্রদান করবেন।
এবিষয়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মুজিবর রহমান বলেন, আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তিনি তার নিজ উদ্যোগে এই কর্মশালা শুরু করেন। ইতি মধ্যে ২ টি কর্মশালা শেষ হয়েছে পর্যায় ক্রমে সদর উপজেলার ৭০০ সহকারী শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করা হবে। এতে শিক্ষকদের মানউন্নয়ন হবে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ মারজান খানম বলেন, এই প্রথম আমাদের উপজেলা শিক্ষা অফিসার ব্যক্তি গত উদ্্েযাগে সহকারী শিক্ষকদের প্রশিক্ষন প্রদান করছেন তাতে শিক্ষকরা তাদের দক্ষতা বৃদ্বি করছেন। এবং পাঠদানের বিভিন্ন কলাকৌশন জানতে পারছে।
এবিষয়ে প্রশিক্ষনার্থী সহকারী শিক্ষিকা ফারজানা মিজান জুই বলেন এই ধরনের প্রশিক্ষন আমাদের জন্য খুবই উপকারে আসবে । এই প্রশিক্ষনের মাধ্যমে প্রয়োজনের তুলনায় অনেক কিছু শিক্ষতে পারছি।এই প্রশিক্ষনের মাধ্যমে আমাদের পেশাগত উন্নয় হবে।
এবিষয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার বলেন, আমি ব্যক্তিগত উদ্যোগে এই প্রশিক্ষনের আয়োজন করেছি। সহকারী শিক্ষকদের পেশাগত উদ্বুদ্ধকরণ কর্মশালা এতে শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন করা এ্টাই আমার প্রধান চ্যালেঞ্জ। তিনি আরো বলেন সরকার যদি এধরনের কোন উদ্যোগ গ্রহন করে তাহলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত মান উন্নয়ন হবে।