ঢাকাSaturday , 12 August 2023
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী

চারঘাটে চিকিৎসকের মুক্তির দাবিতে মানববন্ধন।

দেশ চ্যানেল
August 12, 2023 9:37 am
Link Copied!

শাহিনুর রহমান সুজন, রাজশাহী।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার আতিকুল হককে (আবাসিক ইন-চার্জ) গত বৃহস্পতিবার রাজশাহীর নারী ও শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সকালে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও সরকারি কর্মচারিরা মানববন্ধন করে ন্যায় বিচার দাবি করেন।

জানা যায় গত ৪ মে ২০২২ তারিখে একজন প্রসুতী নারী স্বাস্থ্য সেবা ক্লিনিকে চিকিৎসা নিতে এসেছেন। ওই সময় চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন ওই রোগী। স্থানীয়ভাবে এটা বাস্তব ঘটনা ছিল না। কিন্তু কয়েকদিন পর ভিকটিমের মা মোমনা বেগম বাদী হয়ে রাজশাহীর নারী ও শিশু আদালতে মামলা করেন। এ ব্যাপারে অভিযুক্ত চিকিৎসক আদালতে গিয়ে জামিনের আবেদন করলেও ম্যাজিস্ট্রেট আবদেন না মুঞ্জুর করে বৃহস্পতিবার তাকে রাজশাহী জেল হাজতে পাঠান।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সকল কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। চারঘাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আশিকুর রহমান জানান, ওই চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা সুষ্ঠু বিচার চাই। তিনি একজন দায়িত্বশীল চিকিৎসক। তিনি যথাসময়ে তার কর্তব্য পালন করেন। তার বিরুদ্ধে একক অভিযোগ নেই। অবশেষে, আমরা ন্যায় বিচার চাই এবং নিঃশর্ত মুক্তি চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST