মুন্না ইসলাম আগুন দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি’র চেয়্যারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ঝালুকা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন।
আজ (৩ নভেম্বর) রবিবার বিকাল ৪ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের আমগাছি বাজারের সেন্টার মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে এ সময় মিছিলে কটুক্তির প্রতিবাদে নানা স্লোগান দেন নেতা-কর্মীরা পরে ঝালুকা কলেজ রোড প্রদক্ষিণ করে আমগাছি বাজারের তিন মাথায় সমাবেশ করে বিএনপি’র নেতা কর্মীরা এবং সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সমাবেশ শেষ হয়।
সমাবেশে ঝালুকা ইউনিয়নের দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল বলেন, বিএনপি চেয়্যারপারসন খালেদা জিয়াকে নিয়ে (আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ) আকতার আলী ও ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা যে কথা বলেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ও ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের জোর দাবিও করেন তিনি।
সমাবেশে দুর্গাপুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, গত ১৭ বছরে এই ঝালুকা ইউনিয়নে কোন চা স্টলে বিএনপি’র কোন যুবদল ও ছাত্রদল নেতাকে বসতে পর্যন্ত দেয়া হয় নাই। এই আওয়ামী লীগ যদি আমার নেত্রীর বিরুদ্ধে আবারো কোন কুচক্রী ষড়যন্ত্র করে থাকে তাহলে তা নিঃশেষ করে দেওয়া হবে। আওয়ামী লীগ এখনো বিভিন্ন দলের সাথে মিশে নানা ধরনের ষড়যন্ত্র করে আসছে। তাদের সাবধান করে দিয়ে দলের নেতাকর্মীদের সোজাগ থাকার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি (৪ আগস্ট) আমগাছি বাজারে ছাত্র বৈষম্যের আন্দোলনে যেন বিএনপি’র কোন নেতাকর্মী যেতে না পারে ও বাসা থেকে বের না হতে পারে এর জন্য একটি মিছিল শেষে বক্তব্যের সময় খালেদা জিয়াকে গালি দেওয়া সহ নানা কটুক্তির অভিযোগ উঠে তাদের বিরুদ্ধে। এ বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় বিএনপি’র নেতারা ক্ষোভ প্রকাশ করে এই বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি ইনতাজ আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক রতন, ঝালুকা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজেনা, বিএনপি নেতা হাতেম মাস্টার, জিল্লুর রহমান, উপজেলা যুবদল সদস্য মেহেদী হাসান, উপজেলা ছাত্রদল সভাপতি ইমন আহমেদ সুমন, ছাত্রনেতা জারজিস আলীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।