লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাই উপজেলার ফায়ার সার্ভিস ভবন হস্তান্তর নিয়ে দুই বিভাগের চিঠি চালাচালির কারণে ফায়ার সার্ভিসের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা।
ফায়ার সার্ভিস ভবনের কাজ শেষ হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গাফিলতির কারনে ফায়ার সার্ভিস সেবার সুফল পাচ্ছে না লাখাই উপজেলার জনগণ।
খোঁজ নিয়ে জানা যায়, হবিগঞ্জ গণপূর্ত বিভাগ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিস ভবন হস্তান্তর নিয়ে দুই বিভাগের চিঠি চালাচালির কারনে ফায়ার সার্ভিসের কার্যক্রম অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে চলছে চিঠি চালাচালি কিন্তু হবিগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগ লাখাই ফায়ার সার্ভিস ভবনটি তারা গণপূর্ত বিভাগ থেকে বুঝে নিচ্ছেন না। এরই মাঝে হবিগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগ তাদের লোকবল নিয়ে দখল করে বসে আছেন ভবন টি।
এ বিষয়ে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন হবিগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগ কে বার বার চিঠি দেয়া সত্বেও তারা ভবনটি কাগজ পত্রের মাধ্যমে বুঝে নিচ্ছেন না।অধিকন্তু তাদের কে আমি বলেছি যে যদিও কোথাও কোন ত্রুটি থাকে তা আমরা ঠিক করে দিব বলার পরেও তারা ঐ ভবনটি বুঝে নিচ্ছে না।
এ বিষয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস বিভাগের আবুল কালাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন লাখাই উপজেলার ফায়ার সার্ভিস ভবনটির উত্তরের গাইড ওয়াল হেলে পরে আছে তাই আনুষ্ঠানিক ভাবে ভবনটি বুঝে নিচ্ছি না।
এ বিষয়ে বি বি এন্ড এম এস ই জেবি কনষ্ট্রাকশন এর স্বত্বাধিকারী ঠিকাদার ফয়জুল করীমের সাথে যোগাযোগ করে তাকে না পাওয়ায় সাইড ইঞ্জিনিয়ার উবায়দুর রহমান সুমনের সাথে আলাপকালে তিনি বলেন সিডিউল মোতাবেক ২০২২ সালের ৩০ জুনের ভিতরে কাজ সমাপ্ত করে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের কাছে লাখাই উপজেলার ফায়ার সার্ভিস ভবন হস্তান্তর করেছি কিন্তু এখন পর্যন্ত কাজের সিকিউরিটির টাকা উত্তোলন করতে পারছি না দুই বিভাগের চিঠি চালাচালির কারনে।
তিনি আরও বলেন সিডিউল এর বাহিরে হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্দেশে লাখাই উপজেলার ফায়ার সার্ভিস ভবনের আরও ৩০ লাখ টাকার কাজ করে দিয়েছি এর পরেও সিকিউরিটির টাকা আড়াই বছরেও আমাদের পাওনা টাকা পাচ্ছি না।