লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন–২০২৪।
বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন শাখার আয়োজনে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির মুড়িয়াউক ইউনিয়ন শাখার সভাপতি এমদাদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমির মাওলানা কাজী মুখলেছুর রহমান ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যক্ষ কাজী মহসিন আহমদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘আল্লাহ আইন চাই এবং সৎ লোকের শাসন চাই’ । যার মাধ্যমে এমন আইন থাকবে যে কেউ সুদ খাবেও না, সুদ দেবেও না।কারণ একা একা কোনো কিছু পরিবর্তন করা সম্ভব নয়।
এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে আপনাদের আওয়াজ তুলতে হবে। আর এই আওয়াজটা এখান থেকে শুরু করুন। যা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামী হবিগঞ্জ পৌর শাখার আমির আতিকুল ইসলাম সোহাগ, ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলা সভাপতি রবিউল হাসান, জামায়াতে ইসলামী লাখাই উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান ভুঁইয়া, সেক্রেটারি মো. শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া হুসাইন ও ইসলামী ছাত্রশিবির লাখাই উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ হাফিজুর রহমান সাদি প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন— উপজেলার ১নং লাখাই ইউনিয়নের সভাপতি মাওলানা আবু জাফর, ২ নং মোড়াকরি ইউনিয়নের সেক্রেটারি খন্দকার সালমান, ৪ নং বামৈ ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম, ৫ নং করাব ইউনিয়নের সভাপতি মাওলানা ফজলুল হক, ৬ নং বুল্লা ইউনিয়নের সভাপতি খোকন মিয়াসহ সংগঠনটির বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাখাই উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান।