মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ভাবির ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে ননদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের চর শুভগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলার খামার মাগুড়া এলাকার নওশের মন্ডলের মেয়ে ফাহিমা ফাহির বিরুদ্ধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ উঠে।
জানা গেছে চর শুভগাছা এলাকার মালয়েশিয়া প্রবাসী মিলনের স্ত্রী আফরোজা বেগম এক সন্তান ও তার নানী রোকেয়া বেগম (৬০) কে নিয়ে বসবাস করতো। আফরোজা বেগম এর ননদ ফাহিমা ফাহি(২৫) হঠাৎ সন্ধায় তাদের বাড়ীতে আসে এবং বলে আমার মাজার সমস্যা হাসপাতালে নিয়ে যেতে হবে। কথানুসারে ফাহিকে পরদিন বৃহস্পতিবার সকালে হাসপাতালে নিয়ে আসে আফরোজা, এক্সরে করে শুভগাছা বাড়ীতে চলে যায় তারা। রাতে একসাথে খাবার খাবে আফরোজা তার ননদ কে ডাকে সে পরে খাবে বলে জানায়। অনেক পরে ফাহি খেয়েছে বলে জানায় আফরোজা। সবাই যখন ঘুমে আমার নানির কোমর থেকে চাবির ছুরানী নিয়ে বাক্সের মধ্যে থাকা নগদ সত্তোর হাজার টাকা এবং গলার চেন, কানের দুল, আংটিসহ স্বর্ণালঙ্কার রাতেই সরিয়ে ফেলে সকালে উঠে দেখি নানি নিচে জ্ঞান হারিয়ে পড়ে আছে। ততক্ষণে ননদ ফাহি সেখানেই ছিল আমরা যখন চিল্লা চিল্লি করে নানিরে নিয়ে ব্যস্ত ততক্ষণে ওর স্বামীরে ফোন করে এবং স্বামী সফিকুল এসে ওর স্ত্রী ফাহি কে মোটরসাইকেলে তুলে টাকা ও স্বর্ণালম্কার নিয়ে উধাও হয়ে যায়। এভাবেই বর্ননা দিচ্ছিলেন ভুক্তিভোগী আফরোজা বেগম। এ ঘটনায় অজ্ঞান অবস্থায় শুক্রবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে নানী রোকেয়া বেগম কে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি বলে জানা গেছে।