ঢাকাSaturday , 16 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি সিরাজের গাড়ি বহরে হামলা-ভাঙচুর আওয়ামীলীগের ৭৪নেতাকর্মীর বিরুদ্ধে মামলা: গ্রেপ্তার ১-

    দেশ চ্যানেল
    November 16, 2024 4:14 pm
    Link Copied!

    আব্দুল গাফফার শেরপুর (বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে বিএনপির সাবেক এমপি আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার গাড়ি বহরে হামলা-ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ৭৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) উপজেলার কুসুম্বী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা গোলাপ বাদি হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে ওই মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে স্থানীয় আওয়ামীলীগের সাবেক এমপি হাবিবর রহমানের ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সানি, এমপির ব্যক্তিগত সহকারি (পিএস) কোরবান আলী মিলন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকন, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, পৌরসভার কাউন্সিলর শুভ ইমরানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৭৪জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরো ৫০-৬০জন ব্যক্তিকে আসামি করা হয়েছে। এদিকে মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়েছে মামলার এজাহারনামী আসামি কৃষকলীগ নেতা জামিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কুসুম্বী ইউনিয়নের খিকিন্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে। পাশাপাশি ইউনিয়ন কৃষকলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

    মামলা সূত্রে জানা যায়, বিগত ২০১৮সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনিত ধানের শীষের প্রার্থী ছিলেন আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ। তিনি বিগত ২৪ডিসেম্বর বেলা আড়াইটার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে বের হন। একপর্যায়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ী বটতলা নামক স্থানে পৌঁছালে মামলায় অভিযুক্তরা অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে বিএনপির ওই প্রার্থীর প্রচারণার গাড়িবহরে হামলা চালায়। এসময় বেশকয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করা হয়। সেইসঙ্গে ধারালো রাম-দা দিয়ে একটি জিপ গাড়ি ও দুইটি মাইক্রোবাসে কুপিয়ে ভাঙচুর চালান। পাশাপাশি নেতাকর্মীদের বেধড়ক মারপিট করে গুরুতর আহত করেন আ.লীগের সন্ত্রাসীরা। পরে ছয়টি মোটরসাইকেলেও আগুন দিয়ে জ¦ালিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

    জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। প্রকৃতপক্ষ যারা ওই ঘটনার জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনতে এরইমধ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে দাবি করেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST