মোঃরিপন রেজা স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পাল্প এন্ড পেপার মিলস এর গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।সোমবার ভোররাত আনুমানিক ৪ ঘটিকার দিকে টিস্যু পেপারস মিলের গোডাউন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।ফ্রেশ টিস্যু কারখানাটির চারতলা ভবনের সবতলাতেই ভোরবেলা পর্যন্ত কাজ চলছিলো।টিস্যু কারখানাটিতে কর্মরত মাসুম নামের একজন শ্রমিক জানায়-ভোরবেলার দিকে কারখানার নীচতলার গোডাউন থেকে আগুনের কুণ্ডলীর মতো বের হচ্ছে।আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিক কারখানাটিতে কর্মরত শ্রমিক কর্মচারীরা আগুন নিভানোর চেষ্টা করে।কিন্তু,কারখানাটিতে বিপুল পরিমাণ কাঁচামাল,পেপার এবং প্রস্তুতকৃত টিস্যু থাকার কারনে মুহূর্তেই আগুন সব তলাতে ছড়িয়ে পড়েতে থাকে।গোডাউনের আগুন, পাশে থাকা কয়েকটি ভবনে ছড়িয়ে পড়তে থাকে।শ্রমিক কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে,মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের নিজস্ব ফায়ার সার্ভিসকে খবর দিলে,প্রথমে দুইটি ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণ করতে না পারায়,আশপাশের সোনারগাঁও,কাঁচপুর,বন্দর,নারায়ণগঞ্জ হাজীগঞ্জ,ঢাকা,ডেমরা ও গজারিয়া সহ সকল ফায়ার সার্ভিসকে অবগত করা হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস গুলোর মোট ১৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করতে থাকে।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন-মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ টিস্যু পেপার মিলের অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের সকল ফায়ার সার্ভিস ইউনিটগুলোকে অবহিত করলে,ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ প্রায় ছয় ঘন্টা চেষ্টার পর ১৪ টি ইউনিট পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।তবে তাৎক্ষণিক কারখানার ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারখানার ভিতরে কর্মরত শ্রমিক কর্মচারীদের হতাহতের কারণ জানা যায়নি।তিনি বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাতের ঘটতে পারে।তিনি আরো বলেন কারখানার গোডাউনের ভিতরে প্রস্তুতকৃত টিস্যু পেপার ও কাঁচামাল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে,তাই আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়েছে।সর্বাত্মক চেষ্টার ফলে সকাল আনুমানিক দশটার দিকে টিস্যু পেপার মিলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।তিনি আরো বলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ টিস্যু কারখানার কর্মকর্তাদের সাথে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সর্বশেষ অবস্থা জানানো হবে।