মোঃ কামাল উদ্দিন মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি জামালপুর
জামালপুরের মাদারগঞ্জে ফাঁকা বাড়ী পেয়ে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার চুরি’র ঘটনা ঘটেছে। রোববার আনুমানিক বেলা ১২ টায় মাদারগঞ্জ পৌর এলাকার মিয়া বাজারস্থ একটি বাড়ীতে দূর্ধষ এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ীর মালিক আবুল কালাম আজাদ ঐ বাজারের মনোহারি দোকানদার, সে দোকানে গেছে। ছেলে হাজড়াবাড়ী কলেজে গেছে এবং মা নাতিরে নিয়ে স্কুলে গেছে। বাড়ীতে কেউ নেই, এই সুযোগে একটি চুর চক্র ধানের ক্ষেতের ভিতর দিয়ে এসে বাড়ীর বাউন্ডারির টিন ফাঁকা করে বাড়ীর ভিতরে ঢুকে এবং গেট এর তালা, দরজার তালা, আলমারির তালা ভেঙে নগদ ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং গলার চেন, কানের দুল সহ ১ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। বাড়ীর মালিকের সহধর্মিণী দুপুরে বাড়ীতে এসে দেখে গেট, দরজা ও আলমারির তালা ভাঙ্গা, ভিতরের সব কিছু এলোমেলো। আলমারিতে টাকা আর গহনা নেই। এ ব্যাপারে আবুল কালাম আজাদ এর স্ত্রী জানান আমি নাতিরে নিয়ে স্কুল থেকে বাড়ী আসি দুপুরে এসে দেখি গেট, দরজা ও আলমারির তালা ভাঙ্গা, ভিতরের সব কিছু এলোমেলো। আলমারিতে ২ লক্ষ ৭০ হাজার টাকা আর গহনা গুলো নেই। হঠাৎ আমাদের বাড়ীতে এ চুরির ঘটনা আমরা হতাশ হয়ে যাই।
মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম জানান সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয়নি, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।