লাখাই উপজেলা প্রতিনিধি
লাখাইয়ে শিক্ষার মান উন্নয়নে বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“শিক্ষিত মা এক সুরভিত ফুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই স্লোগান কে সামনে রেখে ১৮ নভেম্বর রোজ সোমবার সকালে বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন শামীম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এমদাদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা প্রনয় কান্তি মালদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাঢ়িশাল করাব করাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মহসিন সাদেক, বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য সাংবাদিক বিলাল আহমেদ,বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব, বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল জলিল, সাংবাদিক সুমন আহমেদ বিজয়,বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জিনাত রেহানা ও বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মা শিরিন আক্তার প্রমূখ।
মা সমাবেশের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস মায়িসা ও গীতা পাঠ করেন অর্নব চাদ দাশ।
বক্তারা শিক্ষার মান উন্নয়নে মায়েদের ভূমিকা তুলে ধরে বলেন মায়েরা যাতে সন্তানরা কিন করছে, কোথায় যাচ্ছে, নিয়মিত স্কুলে যাচ্ছে কি না,সঠিকভাবে সন্তানরা পড়াশুনা করছে কি না সে বিষয়গুলো খেয়াল রাখার গুরুত্বারোপ করেন।