মোঃ আতিকুর রহমান আজাদ মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ(১৯ নবেম্বর) মঙ্গলবার সকালে
জেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) কর্তৃক অনুষ্ঠিত হয় “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণচ্ শীর্ষক এ কর্মশালা।
জেলা ব্র্যাক সমন্বয়ক মিতু রানী দেবনাথ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান।
এসময় উপস্থিত ছিলেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহামুদ উল-হাসান,
উপজেলা সমাজসেবা(ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ মশিউর রহমান,আনসার ও ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সৈয়দ আহসানুর রহমান, উপজেলা প্রোগ্রাম অগ্রানাইজার মোহ ফজলুল হক,ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ভাসাই সিকদার, কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ হাওলাদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান, নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার সহ ডাসার উপজেলার সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,সাংবাদিক,জনপ্রতিনিধি,এনজিও প্রতিনিধি,শিক্ষক,প্রবাস বন্ধু ফোরামের সদস্য ও বিদেশ ফেরত অভিবাসী গন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইকোসোশ্যাল কাউন্সলর শাহিনা আক্তার।