মিজানুর রহমান
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা যেন নানান সমস্যায় জর্জরিত। পৌর এলাকার দৃশ্য দেখলেই বোঝা যায় পথচারী ও পৌরবাসী কতটা দুর্ভোগ ও ভোগান্তি পোহাতে হচ্ছে। ভোগান্তি যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাড়িয়েছে।ভোগান্তি, দুর্ভোগের একটি হলো নগরকান্দা কুমারনদীব বেইলি ব্রীজের নিকট থেকে বাজারে ঢোকার ব্যস্ততম সড়ক ও সড়কের কালভার্টের স্লাব ভেঙে পড়ায়। আজ কয়েকদিন হলো বিষয় টি দেখার কেউ নেই, যে কোন সময় ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
পৌরসভা কর্তপক্ষের কোন মাথা ব্যথা নেই। তবে মেয়র নিমাই চন্দ্র সরকার বলেন খুব শিঘ্রই এ সকল সমস্যার সমাধান হয়ে যাবে।যানবাহন চালক,পথচারী ও পৌরবাসী অনেকেই বলেন পৌরসভা এরিয়ার মধ্যে প্রবেশ করলে রাস্তাঘাট খানাখন্দ গর্তের পড়ে গাড়ির ঝাঁকুনিতে মনে হয় পৌরসভার মধ্যে আছি।এছাড়া পৌরসভার নাজেহাল অবস্থা থাকায় জনদুর্ভোগ যেন বিষফোড়া।