আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
পাবনার বেড়া উপজেলার সদরে সোনালী ব্যাংকের সামনে একজন ফল বিক্রেতা, বাবলু শেখ। বিগত ৪০ বছর যাবত তার ফল বিক্রির অভিজ্ঞতা রয়েছে। বিগত ৪০ বছরে সে দেখেছে ফল বিক্রির সোনালী সময়। সে এখন আর ফল ব্যবসায়ী হিসাবে বড় স্বপ্ন দেখে না। কারণ ফলের দাম অনেক বেশি, তাই ক্রেতা কমেছে শতকরা ৭০ ভাগ। বাবুল শেখ দেশ চ্যানেলকে জানান,” কাঁচা পয়সা ইনকাম না হলে সাধারণত মানুষ ফল কিনতে আসে না, এখন সাধারণত মানুষ ফল কেনে শুধুমাত্র যারা নতুন আত্মীয় বাড়ি যায় কিংবা রোগী দেখতে যায়”। তিনি দেশ চ্যানেলকে আরো জানান , এখন বয়স বেড়েছে তাই এই বয়সে নতুন কোন পেশা বেছে নেওয়ার মতো মানসিক শক্তি এবং আর্থিক সচ্ছলতা কোনটাই তার নাই। তার পশ্চিম পাশের দোকানী মিঠু শেখ পুঁজির অভাবে ফলের দোকান বন্ধ রেখেছে দীর্ঘদিন। তবে ফল হিসাবে বেড়া বাজারে কলা বিক্রি হয় সব চাইতে বেশি পরিমাণে। এক প্রশ্নের জবাবে বাবলু শেখ জানান , ফল ব্যবসা করে কোন রকম জীবন ধারণ করছে মাত্র। চোখ মুখে তার চরম হতাশার ছাপ। তিনি আরো জানান , এই উচ্চ দ্রব্যমূল্যের বাজারে মাছ ভাতের ব্যবস্থা করতেই অধিকাংশ মানুষ হিমশিম খাচ্ছে, সেখানে ফল কিনবে কে ?