ঢাকাThursday , 21 November 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • বগুড়ায় আলু বীজ না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ।

    দেশ চ্যানেল
    November 21, 2024 11:41 am
    Link Copied!

    আব্দুল গাফফার শেরপুর( বগুড়া) প্রতিনিধি

    বগুড়ার শেরপুরে দ্বিগুণ দাম দিয়েও আলু বীজ না পেয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। এসময় বীজ সিন্ডিকেটে জড়িত একটি কোম্পানির পরিবেশকদের (ডিলার) আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সেইসঙ্গে ন্যায্যমূল্যে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি বীজ আলু বিক্রির দাবিও জানানো হয়। বৃহস্পতিবার (২১নভেম্বর) বেলা এগারোটা থেকে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপি ওই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে মহাসড়কের উভয়পাশে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। একপর্যায়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষকদের দাবি পুরুণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।কর্মসূচিতে অংশ নেওয়া উচরং গ্রামের আলু চাষি সাফিউল ইসলাম সাফি অভিযোগ করে বলেন, তিনি এবার পনের বিঘা জমিতে আলু চাষ করবেন।

    এজন্য ব্র্যাকের ডিলার ফিরোজ আলী মাষ্টারকে বীজের জন্য অগ্রীম টাকাও দিয়েছেন। কিন্তু তিনি আমাকে বীজ না দিয়ে নির্ধারিত দামের চেয়ে দ্বিগুণ টাকা নিয়ে পাশের উপজেলায় বিক্রি করে দেন। তাই গত দুই-তিন ধরে তার দোকানে ধর্ণা দিয়েও কোনো বীজ পাইনি। এখন দেখছি তার দোকান তালাবদ্ধ। মোবাইল ফোনও বন্ধ রেখে গা-ঢাকা দিয়েছেন।সাধুবাড়ী গ্রামের আইয়ুব আলী বলেন, অন্যান্য বছরের মতো এবারো পঁচিশ বিঘা জমিতে আলু লাগানোর জন্য জমি প্রস্তুত করেছি। কিন্তু আলু বীজ পাচ্ছি না। বেলঘরিয়া এলাকাস্থ রাকিব এন্ড সাকিব স্টোর ও বীজ ডিলার রফিকুল ইসলামের নিকট একাধিকবার ধর্ণা দিয়েও কোনো বীজ পাইনি। শুনলাম তার বরাদ্দ পাওয়া সিংগভাগ বীজ কালোবাজারে বিক্রি করেছেন। অবশেষে এক কৃষকের নিকট থেকে কিছু বীজ নিয়ে অর্ধেক জমিতে আলু লাগিয়েছি। বাকি জমি পতিত পড়ে আছে বলে জানান তিনি।ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ব্র্যাকসহ সব কোম্পানি ও বিএডিসির ডিলাররা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট দেখিয়ে বীজ আলুর (চল্লিশ কেজি) বস্তা প্রতি ২৫০০-৩০০০টাকা পর্যন্ত বেশি নিয়ে এসব আলু বিক্রি করা হচ্ছে। অথচ স্থানীয় কৃষি অফিসের কর্তারা রহস্যজনক কারণে নীরব রয়েছেন। এমনকি এই অফিসের কর্তাদের ম্যানেজ করেই অসাধু ডিলাররা এই নৈরাজ্য চালাচ্ছন বলে দাবি করেন তারা।তবে এই অভিযোগ অস্বীকার করেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার। পাশাপাশি এই বিষয়টি নিয়ে তিনি কোনো গণমাধ্যমে বক্তব্য দিবেন না বলেও মন্তব্য করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান সিন্ডিকেটের মাধ্যমে আলু বীজের কৃত্রিম সংকট তৈরী করা হয়েছে বলে স্বীকার করে বলেন, বীজ সিন্ডিকেট ভাঙতে উপজেলা প্রশাসন তৎপর রয়েছেন। এরই মধ্যে বাড়তি দামে বীজ বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এদিকে অভিযুক্ত পরিবেশক ফিরোজ আলী মাষ্টার ও রফিকুল ইসলাম তাদের মোবাইল ফোন বন্ধ রেখে গা-ঢাকা দেওয়ায় তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST