মো:সাদ্দাম হোসেন ইকবাল। ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরে ঝিকরগাছা থানাধীন সদর ইউনিয়নের লাউজানি গ্রামের যুব সমাজের উদ্যোগে শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮:০০ঘটিকায় লাউজানি মহাজির পাড়া কবরস্থানের আগাছা ও জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ঘটনা সূত্রে জানা যায়, এলাকার যুবক মোঃ আরমান হোসেন ও মোঃ জুলু হোসেন এর নেতৃত্বে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী এ কবরস্থানের জঙ্গল পরিস্কার করেন স্থানীয় যুব সমাজ। তাদের সহযোগিতায় ছিলেন: জুবায়ের, রাফি, তৈফিক, ইমন, নাইম, নাফি, আশরাফি, সাকিব, সিয়াম, রাব্বি, আজাদ, আলামিন, রায়হান, হাফিজ, হোচেন, সিফাত, ইজাজ, আলী হোসেন, আনছার, আসিফ, আরাফাত ইসানুরসহ প্রমুখ।
পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া আব্দুল্লাহ আল মামুন দেশ চ্যানেলকে বলেন, মৃত্যুর পর প্রত্যেক মুসলমান’কে কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। আর আমাদের শেষ ঠিকানা হলো কবরস্থান। তাই আমি কবরস্থানে উন্নয়নের জন্য পরিস্কার পরিচ্ছন্ন কাজ করছি।
মোঃ হোচেন দেশ চ্যানেলকে বলেন, এটাইতো আমাদের শেষ ঠিকানা, আমাদেরই দায়িত্ব পরিস্কার পরিচ্ছন্ন রাখা। তাই আমরা প্রতিবছর চেষ্টা করি এলাকার ছোট-বড় ভাই ও সহপাঠীদের নিয়ে বছরে একদিন হলেও কবরস্থান পরিস্কার করতে।
কবরস্থান পরিস্কার পরিচ্ছন্ন কাজের জন্য সার্বিকভাবে দায়িত্বে ছিলেন মোঃ আরমান হোসেন তিনি বলেন, আমরা লোক রেখে পরিস্কার করতে গেলে, অনেক টাকা ব্যয় হবে। তাই নিজেরাই পরিস্কার করছি। এতে আমাদের মানসিকভাবে শান্তি লাগছে। আজ আমরা পরিস্কার পরিচ্ছন্ন করছি, কাল আমাদের পরবর্তী প্রজন্ম পরিস্কার পরিচ্ছন্ন করবে। এ ভালো কাজে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই।