সাঁথিয়া প্রতিনিধি:
ইসকন সংগঠনকে নিষিদ্ধের দাবি ও আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল করেছে সাঁথিয়ার সর্বস্তরের তৌহিদী জনতা।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর সাঁথিয়ার সর্বস্তরের তৌহিদী জনতার এক বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাঁথিয়া বালিকা বিদ্যালয় গেটের সামনে এক বিক্ষোভ সমাবেশ করে।
জুবায়ের হোসেনের পরিচালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ড. কামরুজ্জামান বকুল,আবুল কালাম , সাদ্দাম হোসেন ,রুরুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এরপর, গত ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উগ্র অনুসারীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন।