মো আমিরুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি।
পঞ্চগড় শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবহন শ্রমিক চালকদের নিয়ে সচেতনতামুলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শব্দদূষণ নিয়ন্ত্রন সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলীর সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু,অতিরিক্তি পুলিশ সুপার শফিকুল ইসলাম,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা.নিশাত আনজুম মারফি,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল হালিম প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় ও শব্দ দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।কর্মশালায় কয়েক শতাধিক পরিবহন শ্রমিক চালক ও শিক্ষার্থীরা অংশ নেয়।