বদলগাছী উপজেলা প্রতিনিধি
নির্দেশনা অনুযায়ী চাল বিক্রি করছেন সচিবরা। লাভের ৭০ শতাংশ টাকা রেখে বাঁকী টাকা সরকারি কোষাগারে জমা হবে।
খাদ্যবান্ধব চাল বিতরণ ও লাভের টাকার ব্যপারে জানতে চাইলে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, এ বিষয়ে জেলা এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকতার্রা বলতে পারবেন। তবে আমার জানা মতে ৭০ শতাংশ টাকা খরচ হবে। ৩০ শতাংশ টাকা সরকারি কোষাগারে জমা হবে।
খাদ্যবান্ধব চাল বিতরণ ও লাভের টাকার ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. ফরহাদ হোসেন মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, যারা চাল বিক্রি করছেন তারাই লাভের টাকা পাবেন। অতিরিক্ত ৩০ শতাংশ লাভের টাকা সরকারি কোষাগারে জমা হবে। আর ৭০ শতাংশ টাকা যারা চাল বিক্রি করছেন তারা খরচ করবেন। খাদ্য মন্ত্রণালয়ের এরকম কোন আদেশ আছে কি না জানতে চাইলে তিনি এমন প্রশ্ন এড়িয়ে যান।