মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ,বরিশাল, প্রতিনিধি।
বরিশাল মেহেন্দিগঞ্জের চর একরিয়া ইউনিয়নে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২রা ডিসেম্বর সোমবার বেলা ১টার মেহেন্দিগঞ্জ উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চরলতা গ্রামে জনাব মাইদুল ইসলাম দেওয়ান এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবদল কেন্দীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব আঃ খালেক হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ বিএনপির সাবেক সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম লাভু, পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জিয়াউদ্দিন সুজন সহ মেহেন্দিগঞ্জ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।