মুন্না ইসলাম আগুন দুর্গাপুর উপজেলা প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের মহিপাড়া গ্রামে মোঃ আসেক আলীর বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩ টি রান্না ঘর ১টি গরুর গোয়াল ঘর পুড়ে গেছে। স্থানীয় লোকজন জানান সকাল সাড়ে ১০ টার দিকে আগুন লাগে । প্রাথমিক অবস্থায় স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের গতিবেগ বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে পারে না । পরে দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন । দূর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন টিম লিডার মোঃ শাহিনুল ইসলাম জানান মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক তদন্ত শেষে জানান রান্নাঘর থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে জানমালের কোন ক্ষয়ক্ষতি হয় নি।
তিনি আরো বলেন বর্তমানে ধান কাটার মৌসুম স্থানীয় মানুষ ধান কেটে রাস্তার পাশে এমন ভাবে রাখছেন যাতে গাড়ি পার হতে পারছে না । ফলে আমাদের ঘটনাস্থলে আসতে একটু দেরি হয় । তিনি বলেন স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের নাম্বার রাখবেন আগুন লাগার ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। রাস্তার পাশে বালু ধানের খড় বা অন্য কিছু রাখবেন না এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে
স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস কর্মীদের প্রশংসা করেন।