ঢাকাSunday , 8 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইলসহ গ্রেফতার ১।

    দেশ চ্যানেল
    December 8, 2024 10:12 am
    Link Copied!

    মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়িঃ

    খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধারসহ মো. মীর হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো. মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গৌরাঙ্গ পাড়ার আব্দুল মান্নান এর ছেলে।

    ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ৩টায় পুলিশ অভিযান চালিয়ে শহরের গঞ্জপাড়া এলাকা থেকে ছিনতাই ঘটনার সাথে জড়িত আসামি মীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় বিকাশ ব্যবসায়ী মেনন ধর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে খাগড়াছড়ি গেইট এর সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাত সহ মারধর করে ব্যাগের ভিতর নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইলফোন এবং ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। উক্ত ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়। পুলিশ সূত্রে আরো দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনার সংঘটিত করেছে।

    খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দ্রুত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোনো অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি জেলা পুলিশ সদা সচেষ্ট।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

    Design & Developed by: BD IT HOST