ঢাকাSunday , 8 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

ভূমিহীন ইদ্রিস প্লাস্টিকের বেড়া দিয়ে বাড়ি করে অসহায় জীবন যাপন করতেছে।

দেশ চ্যানেল
December 8, 2024 1:22 pm
Link Copied!

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় বোদা প্রতিনিধি।

পঞ্চগড়ের বোদা উপজেলা কলেজ পাড়া গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী নির্জন এলাকায় নদীর ধারে প্লাস্টিকের বেড়া দিয়ে ঘর তৈরি করে মানবেতর জীবন যাপন করতেছে। যে জায়গায় ইদ্রিস বসবাস করে আশেপাশে দুই কিলো এলাকা জুড়ে কোথাও কোনো বাড়িঘর নেই এলাকাটি খুবই নির্জন ঝাড় জঙ্গলে ঘেরা পাশে শ্মশান তার পাশে নদী রাত হলে শিয়ালের ডাক এবং জায়গাটি অনেকটা ভুতুড়ে ওই জায়গায় লোকজনের চলাচল খুবই কম দিনের বেলায় চলাচল করতে মানুষ ভয় পায়। কলেজ পড়ার বাসিন্দা বিশিষ্ট কাপড় ব্যবসায়ী আলামিন গণমাধ্যম কর্মীদের জানান ইদ্রিস ভাই খুবই কষ্টে আছে বিগত সরকারের আমলে সে অনেকবার বিভিন্ন জায়গায় ঘরের জন্য আবেদন করেও কোন লাভ হয়নি এবং বর্তমানে যে জায়গাটিতে সে ঘর তৈরি করিয়াছে ওই জায়গাটি খুবই ভয়ংকর আমরা দিনের বেলায় যেতে ওখানে ভয় করে মানষ।সেই জায়গায় প্লাস্টিক দিয়ে ঘর বানিয়ে সে অসহায় ভাবে জীবন যাপন করতেছে, এলাকাবাসী বলেন বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ অতি দ্রুত ইদ্রিসের জন্য একটি বসতবাড়ি করে দেয়া হোক। ইদ্রিস পেশায় একজন দিনমজুর সারাদিন মানুষের বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে কোনরকম খেয়ে বেঁচে আছে। ইদ্রিস জানান দুই বছর আগে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, এসিলেন্ট বরাবরে ভূমিহীন হিসেবে অনেক আবেদন করেও কোন লাভ হয়নি, আমি খুবই অসহায় আমাকে দেখার মত কেউ নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST