ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • দুর্নীতিবিরোধী মানববন্ধনে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতিকে না বলুন।

    দেশ চ্যানেল
    December 9, 2024 11:12 am
    Link Copied!

    হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

    বাগেরহাটের মোংলায় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দুর্নীতিকে না বলুন। দুর্নীতিকে রুখতে না পারলে সাম্যের বাংলাদেশ কখনও হবেনা। বিগত ১৪ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ,ব্যবসায়ী, আমলা, মধ্যস্বত্বভোগী ও আর্থিক খাতের ক্রীড়নকরা এই অর্থ পাচার করেছেন। দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না ও দুর্নীতি সইবো ন্যায় নীতির ভিত্তিতে জীবনকে পরিচালিত করতে হবে। সুন্দর আগামী গড়তে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টিতে তরুনদের এক সঙ্গে যুথবদ্ধভাবে কাজ করতে হবে। ০৯ (ডিসেম্বর)সোমবার সকালে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধনে বক্তারা একথা বলেন। দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় বাগেরহাট, মোংলা উপজেলা প্রশাসন ও মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    ”দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” শ্লোগানে সোমবার সকাল ৯টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি নরেশ হালদার। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন। মানববন্ধনে এছাড়া বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, কমিটির সহসভাপতি স্বদেশ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য রিতা সরকার, সুনীতি রায়, বিবেকানন্দ মল্লিক, গীতিকার মোল্লা আলম মামুন, সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ’র সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, ইয়ুথ লিডার মেহেদী হাসান, ডলার মোল্লা প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন বলেন তরুনরাই পারবে দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়তে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি নিজেদের সৎ-যোগ্য ও দেশপ্রেমীক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মানববন্ধন শেষে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ”দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলন শেষে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহিী অফিসার আফিয়া শারমিন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST