আবুজর গিফারী, বেড়া উপজেলা প্রতিনিধিঃ
বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে “দুর্নীতি দিবস ও প্রতিরোধে করণীয় ” শীর্ষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোরশেদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জনাব সুবল চন্দ্র, সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি, গণমাধ্যমের পক্ষে বক্তব্য রাখেন, ডাক্তার মোঃ আব্দুল হান্নান এবং ডাক্তার মিজানুর রহমান, বেড়া উপজেলা পশু সম্পদ অফিসার। সকল বক্তাই একমত যে, বর্তমানে সমাজের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি বিস্তার লাভ করেছে। এটা একটা সামাজিক ব্যাধি, জাতিকে রক্ষা করতে হলে এর মূল উৎপাটন অবশ্যই দরকার।
০৯-১২-২৪, অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল “নারী কন্যার সুরক্ষা করি
সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”।
অনুষ্ঠানের চারজন জয়ীতার মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এবং জয়িতা গণ তাদের জীবনের সংগ্রামী অধ্যায় বর্ণনা করেন।