ঢাকাMonday , 9 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • নওগাঁয় দুর্নীতি দিবস পালিত।

    দেশ চ্যানেল
    December 9, 2024 2:12 pm
    Link Copied!

    ছাদেক উদ্দিন নওগাঁ জেলা প্রতিনিধি

    এ বছরের আলোচ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। সোমবার সকাল ৯’টায় দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মাহফুজ ইকবাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন পরযায়ের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের অংশ হিসেবে দ্বিতীয় পর্যায়ে সকাল সাড়ে ৯টা থেকে জেলা প্রশাসকের অফিসের সামনে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জেলা পর্যায়ের সকল বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরের ব্যানারসহ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

    পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মাহফুজ ইকবালের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ কুতুব উদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সিভিল সার্জন ডাক্তার মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, দূর্নীতি দমন কমিশন-এর সহকারী পরিচালক আল মামুন এবং জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলম সিদ্দিকী।

    জেলা পর্যায়ের সকল দপ্তর প্রধান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST