ঢাকাWednesday , 11 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • কালকিনিতে পান বরজে আগুন!১০ লাখ টাকার ক্ষতি।

    দেশ চ্যানেল
    December 11, 2024 11:34 am
    Link Copied!

    মাদারীপুর প্রতিনিধিঃ

    মাদারীপুর জেলার কালকিনির পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৫জন কৃষকের পান বরজে রাতের আঁধারে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পান চাষিরা । আজ(১১ ডিসেম্বর) বুধবার রাত আনুঃ ১টায় এ অগিকান্ডের ঘটনা ঘটে।

    জানা যায়, কালকিনি উপজেলার পৌরসভার পাঙ্গাসিয়া এলাকায় রাতের আঁধারে পানের বরজে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ডাক উচিৎকার দিলে স্থানীয় এলাকাবাসী দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ওসমান বেপারী,রব হাওলাদার, ভাসাই হাওলাদার, সোহাগ বেপারীসহ পাঁচ জন পান চাষির প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়।

    এ ঘটনায় ওসমান বেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযাগ দায়েরর করেন।

    পান চাষি ওসমান বেপারী বলেন, আমি একজন পান চাষি।দীর্ঘদিন যাবত পান বরজ দিয়ে, পান চাষ করে আসছি। লোন করে এ পান বরজ দিয়েছি,পান বিক্রির সময় কেবল এসেছে। তারমধ্যেই রাতের আঁধারে শত্রুতা করে কে বা কারা কেরাসিন ছিটিয়ে আগুন দিয়েছে। আগুন নেভাতে নেভাতে যে ক্ষতি হয়েছে তাও প্রায় ১০ লাখ টাকা। এখন আমি কি ভাবে সংসার চালাবো, কি ভাবেই বা লোন পরিশোধ করবো।

    কালকিনি উপজলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খাকোন জমাদ্দার জানান, রাতে আমাদের কাছে পানের বরজে আগুন লাগছে বলে ফোনে খবর দেন। আমরা কাছাকাছি পৌছালে তারা আবার ফোন করে জানান আগুন নেভানো হয়েছে, আপনাদের আসা লাগবে না।

    এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হুমায়ুন কবির বলেন,এঘটনায় ভুক্তভোগী পান চাষি ওসমান বেপারী একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST