মো:সাদ্দাম হোসেন ইকবাল, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি।
যশোরের ঝিকরগাছায় হারানো স্ত্রীকে খুঁজে পেতে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
অভিযোগ সুত্রে জানা যায়, ঝিকরগাছা পৌরসভার পুরন্দরপুর বিহারী পাড়ার মৃত শের আলীর ছেলে মোঃ রফিকুল ইসলামের (৩২) সাথে গত ৫ ডিসেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক কির্তিপুর গ্রামের আবুল হাশেম এর মেয়ে কুলছুম খাতুন (২৪) এর বিবাহ হয়। গত রবিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্বামী স্ত্রী দুজনে ঝিকরগাছা বাজারে কেনাকাটা করতে আসে। এরই মধ্যে চুড়িপট্টির মুখে আসলে কুলসুম খাতুন পেছন থেকে স্বামীকে কিছু না বলে অজ্ঞাত স্থানে চলে যায়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজা খুঁজি করে না পেয়ে অবশেষে ঝিকরগাছা থানায় অভিযোগ দায়ের করেছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, এই বিষয়ে অভিযোগ পেয়ে আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি। মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা অব্যহত আছে।