ঢাকাTuesday , 24 December 2024
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুফান সরকার গ্ৰেফতার।

দেশ চ্যানেল
December 24, 2024 6:14 am
Link Copied!

মিলন হোসেন, বগুড়া জেলা প্রতিনিধি –

বগুড়ায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত তুফান সরকারকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাত তিনটার দিকে বগুড়া শহরের চক সুত্রাপুর কসাই পাড়া এলাকায় তুফান সরকারের নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হত্যাসহ একাধিক মামলার পলাতক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী তুফান সরকার। তিনি শহরের চকসুত্রাপুর কসাই পাড়া চামড়া গুদাম এলাকার মজিবর রহমানের পুত্র এবং বগুড়ার আলোচিত শ্রমিকলীগ নেতা আব্দুল মতিনের ছোট ভাই। আদালতের মাধ্যমে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী তুফান সরকারের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক, মাদক ও দুর্নীতিসহ ১৪টি মামলা রয়েছে।

এর আগে গত ২৭ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার দায়ে বগুড়ার সমালোচিত শ্রমিকলীগ নেতা তুফান সরকারকে মোট ১৩ বছরের সাজা দেন বগুড়ার বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ। রায়ে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে ১০ বছরের জেল ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের জেল এবং সম্পদের তথ্য গোপনের দায়ে ৩ বছরের জেল ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।

এছাড়াও রায়ে তুফান সরকারের ১ কোটি ৫৯ লাখ ৬৮ হাজার ১৮২ টাকার সম্পদ বাজেয়াপ্তের আদেশ দেন আদালত।

উল্লেখ্য, ২০১৭ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এক ছাত্রীকে ধর্ষণ ও পরে ধর্ষিতা ও তার মাকে মাথ্যা ন্যাড়া করার ঘটনায় দেশব্যাপী আলোচনায় আসেন শ্রমিকলীগ নেতা তুফান সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST