মোঃ আতিকুর রহমান আজাদ
মাদারীপুর,প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসার উপজেলা আ.লীগ সহ সকল সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস নানা আয়োজনের মাধ্যমে পালন করেছেন।
আজ সূর্য দ্বয়ের সাথে সাথে দলীয় কার্যালয় জাতীয় পতাকা অর্ধনমিত,দলীয় পতাকা উত্তলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সৈয়দ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আ.লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা আ.লীগের সাধারন সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, ডাসার উপজেলা আ.লীগের সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল, যুগ্ন আহবায়ক মতিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার,কাজী মতিউর রহমান বাদল,বিদ্যুৎ কান্তি বাড়ৈ, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক খন্দকার নিটুল,সদস্য মোঃ শাহাবুদ্দিন, কালকিনি উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ডাসার উপজেলা আ.লীগের সদস্য মোঃ শাহজালাল হাওলাদার, ছাত্রলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ,মহিলা লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদ এর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                