সরদার রইচ উদ্দিন টিপু জেলা প্রতিনিধি (নড়াইল)
নড়াইলের লোহাগড়া উপজেলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো জাতীয় শোক দিবস ১৫ আগষ্ট।
আজ মংগলবার সকালে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে বংগবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় উপস্হিত সকলে বংগবন্ধু প্রতিকৃতির ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর ১ মিনিট নিরবতা পালন করেন। তাছাড়া লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়,আল জামিয়াতুল ইসলামিয়া আলীম মাদ্রাসা সহ লোহাগড়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথা যোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়।
আজ বিকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া উপজেলা শাখা কতৃক জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন নড়াইল -২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন খান নীলু,লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু,লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইতনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শিহানুক রহমান, প্রমুখ
        
                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
                                
                                
                                
                                
                                