মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ বাজার এলাকা থেকে কালাম বাহিনীর চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে যৌথ বাহিনীর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান টি পরিচালিত হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- আবুল কালাম, আব্দুর রহিম, ইয়াসিন এবং বাবলু ওরফে বাবুল।
যৌথ বাহিনীর একটি টহল দল ক্যাপ্টেন জিহানের নেতৃত্বে ৪ টি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও নগদ টাকা জব্দ করে। তাদের কাছ থেকে একটি রিভলভার, আটটি চাপাতি, নয়টি দেশীয় ছোরা, একটি রামদা, দুটি লম্বা দা এবং আবুল কালামের বাড়ি থেকে নগদ সাড়ে সাত লাখ টাকা ও মাদক সেবনের সামগ্রী উদ্ধার করা হয়।এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল কালাম ও তার সহযোগীরা মিলে কালাম বাহিনী নামে একটি সশস্ত্র দল গড়ে তোলে। এই বাহিনী এলাকায় চাঁদাবাজি, ডাকাতি, লুট, মাদক চোরাচালান, গুম, খুনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করত।
তবে পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আবুল কালামের বিরুদ্ধে চলমান ২৭টি মামলা রয়েছে। অপরদিকে, বাকি তিনজনের নামেও একাধিক মামলা চলমান। অভিযানের পর তাদের দুঁপচাচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এই অভিযান সন্ত্রাসী কার্যক্রম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এলাকাবাসীর জন্য নিরাপত্তা নিশ্চিত করবে।