মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
বগুড়া জেলা পুলিশের বিশেষ অভিযানে হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামী বগুড়া জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব শেখকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে ডিবি বগুড়া ও সদর থানার যৌথ টিমের বিশেষ অভিযানে বগুড়া সদরের আলোচিত হত্যাসহ একাধিক মামলার এই পলাতক আসামীকে গ্ৰেফতার করতে সক্ষম হয়।
বগুড়া ডিবির একটি টিম ৮ জানুয়ারি রাত্রী ৩ ঘটিকার সময় আসামী –
১। মোঃ আলহাজ্ব শেখ (৫৫), পিতা-মৃত মুনছুর শেখ, মাতা-মৃত ফেরোজা বিবি, সাং-গোহাইল রোড সূত্রাপুর, থানা ও জেলা-বগুড়াকে তার নিজ বসত বাড়ি হইতে, বগুড়া সদর থানার এফআইআর নং-২১, তারিখ-২০ আগস্ট, ২০২৪; জি আর নং-৭৪৫, তারিখ-২০ আগস্ট, ২০২৪; সময়-০০.২৫ ধারা-3/5/6 The Explosive Substances Act, 1908; তৎসহ 302/34/109/114 The Penal Code, 1860; মামলায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আলহাজ্ব শেখ (৫৫) এর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বে ০৬ টি হত্যা, বিষ্ফোরক ও ০১ টি অস্ত্রসহ সর্বমোট ২০ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে উল্লেখিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।