ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে আদর্শ শিক্ষক পরিষদ গঠন উপলক্ষে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক এবং বিভিন্ন ধর্ম গ্রন্থের তুলনা মুলক গবেষক ও গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে জীবন জীবিকার ক্ষেত্রে অর্থনৈতিকভাবে শিক্ষকরা অবহেলিত। আগামী নিকটতম ইতিহাসে আদর্শ শিক্ষক পরিষদের গতিশীল নেতৃত্বে জাতীর শিক্ষক মন্ডলি কুরআনের জিন্দেগীর রোড ম্যাপ ও নবীর রেখে যাওয়া আলোকিত ইসলামি আদর্শের কর্ম পদ্ধতি মোতাবেক সকল সমস্যার সমাধান পুর্বক জাতির মেধা মনন ও চরিত্র গঠনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই। উপজেলা সেক্রেটারি শাহাবুদ্দিন খান এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য পেশ করেন শরিফুর রহমান খান টিটো, মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, মাস্টার মশিউর রহমান, অধ্যাপক শরিফুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান খান, সাবেক উপজেলা আমীর আজিজুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ মুহসিন আলী, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইব্রাহিম খলিল, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সাইদুর রহমান, কলেজ প্রতিনিধি রাশেদুল ইসলাম।
শেষে প্রাথমিক, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে আলাদা ভাবে প্রতিটিতে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।