মিলন হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়া –
বগুড়ার নন্দীগ্রাম, শিবগঞ্জ, দুপচাঁচিয়া, ধনুট, শেরপুর সহ অন্যান্য উপজেলাতে যেনো চলছে মাটি কাটার মহা উৎসব। ভেকু মেশিন মাটি কাটছে আর ট্রাক্টর বহন করে নষ্ট হচ্ছে সড়ক-রাস্তা। কতিপয় ব্যক্তিরা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের দোহাই দিয়ে পার পেয়ে যাচ্ছে।
এসব মাটি খোকোরা দিনের পর দিন পুকুর সংস্কারের নামে মাটি কেটে অবাধে বিক্রি করছে এবং জমি শ্রেণি পরিবর্তন করছে। মাটি খোঁকোরা শুধু দিনে মাটি কেটেই তারা ক্ষান্ত নয়, অনেক সময় সারারাত ধরে কেটে নিয়ে যাচ্ছে মাটি। দিনে রাতে এসব মাটির গাড়ি চলাচলের কারণে ঐ সমস্ত এলাকার মানুষ রাতে ঘুমাতে পারছে না, গাড়ি চলাচলের কারণে রাস্তার ধুলো গুলো তাদের বাড়ির মধ্যে প্রবেশ করতেছে, মানুষ রাস্তায় বের হতে পারছে না।
মাটি খোঁকোদের ভাষ্য মতে ইউএনও, এডিল্যান্ড নাকি এখন তাদের কথার বাইরে যায় না। সবাই নাকি তাদের কথায় চুপ থাকে, ম্যানেজও হয়।
শুধু তাই নয়, যে মৌজায় মাটি কাটা হয় সেই মৌজার ভূমি অফিসের নায়েবও নাকি চুপ থাকে মাটি খেকোঁদের কথায়।
তবে উল্লেখ থাকে যে, শিবগঞ্জ উপজেলায় মাটি খেকোঁদের দৌরাত্ত অনেক বেশি। শিবগঞ্জের ইউএনও মহোদয় কে ফোন দিলে তিনি বলেন, বিষয় টা গুরুত্ব সহকারে দেখছি। কিন্তু এই মাটি খেকোঁদের বিরুদ্ধে বাস্তবে কোনো প্রশাসনিক হস্তক্ষেপ চোখে পড়েনি।
তাহলে সর্বশেষ প্রশ্ন থেকেই যায়, প্রশাসনের চাইতেও কি মাঠি খেকোঁ এই চক্রটির হাত অনেক লম্বা ?