ঢাকাSunday , 12 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা জোরদা করতে নবনির্মিত কাশিমগঞ্জ বিওপি’র উদ্বোধন।

    দেশ চ্যানেল
    January 12, 2025 7:46 am
    Link Copied!

    মো আমিরুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি।

    পঞ্চগড় সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নবনির্মিত বিওপি উদ্বোধন করা হয়েছে।

    শনিবার (১১ জানুয়ারি) তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের কাশিমগঞ্জ এলাকায় ফিতা কেটে ও ন্যাম ফলক উন্মোচন করে কাশিমগঞ্জ বিওপির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশের উত্তর পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

    এর আগে রিজিয়ন কমান্ডার গার্ড অব অনার গ্রহন করে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে বিওপি চত্বরে একটি আম গাছের চারা রোপন করে দেশ ও জাতীর মঙ্গলকামনা করে দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। পরে উপস্থিত বিজিবির সকল সদস্যের উপস্থিতিতে উদ্বোধনী ভাষণ প্রদান করেন তিনি।

    উদ্বোধনী ভাষণে রিজিয়ন কমান্ডার সকল সদস্যকে সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও অবৈধ অস্ত্র পাচার প্রতিরোধ এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

    এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার গোলাম রব্বানী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ সহ বিজিবির উর্ধ্বতন কর্মকতা ও সদস্যরা।

    এর পর স্থানীয় কাশিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় ১৮ বিজিবির আয়োজনে সীমান্তবর্তী শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করেন উত্তর পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

    এদিকে বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী সীমান্তের বাংলাবান্ধা আইসিপি’র জিরো লাইনে বিজিবি-বিএসএফের সৌজন্য সাক্ষাত শেষে ভ্রাতৃত্বের সেতু বন্ধনের অংশ হিসেবে বিজিবি-বিএসএফের প্যারেড কন্টিনজেন্ট চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড অনুষ্ঠিত হয়। এসময় বিজিবি’র কর্মকর্তা ও সদস্যদের পাশাপাশি ভারতের শিলিগুড়ি নরথ বেঙ্গল ফ্রন্টিয়ার আইজি শ্রী সুরিয়া কান্ত শর্মা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST