আবুজর গিফারী, উপজেলা প্রতিনিধিঃ
জ্বালানি তেলের পাইকারি ও খুচরা দোকানে অভিযান পরিচালনা কালে ওজনে কম দেয়ার অপরাধ হাতেনাতে প্রমাণ পাওয়ায় ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। আমিনপুর থানাধীন নগরবাড়ি ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মোরশেদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনার সময় দেখা যায় যে, মোহাম্মদ নাজমুল ইসলাম (৪২), পিতাঃ মোঃ মানিক শেখ, গ্রামঃ নগরবাড়ী ঘাট, থানাঃ আমিনপুর, উপজেলাঃ বেড়া, জেলাঃ পাবনা এর জ্বালানি তেলের খুচরা ও পাইকারি দোকানে ওজন কম দেয়া হচ্ছে। ভ্রাম্যমান আদাল ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪৬ ধারা মোতাবেক ৫০,০০০/- ( পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করেন। অভিযান পরিচালনা করার সময় আরও উপস্থিত ছিলেন জনাব উৎপল কুমার পরিদর্শক বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, পাবনা।