টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভুয়াপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । খবর পেয়ে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইকান্দি বাজারে ইব্রাহিম সুপার সপে এ ঘটনা ঘটে।
জানাযায়, যমুনা সেতু চায়না প্রজেক্টে বালুঘাট পরিচালনা করে আসছে কালিহাতী উপজেলার বেলুটিয়া গ্রামের সোলাইমান আকন্দ। সোলাইমান আকন্দ গোহালিয়াবাড়ি ইউনিয়নের আব্দুল হাই আকন্দের ভাতিজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বৃহস্পতিবার দুপুরে বালুঘাট দখলে নিতে যায় পার্শ্ববতী ভুয়াপুর উপজেলার পাথাইলকান্দি গ্রামের আসলাম তালুকদারের লোকজন। বালুঘাট দখলে নিতে বেকু চালককে মারধর করা হয় । খবর পেয়ে সোলায়মান আকন্দের লোকজন আসলে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা পরে সংঘর্ষ বাঁধে। এতে দু’পক্ষের তিন থেকে চারজন আহত হয়। এ ঘটনার জেরে এদিন বিকালে পাথাইল কান্দি বাজারে সোলাইমান আকন্দের ভাই কবির আকন্দের ইব্রাইিম সুপার সপে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা সুপার সপটি ঘিরে রাখে।
ইব্রাহিম সুপার সপের মালিক কবির আকন্দ বলেন, পাথাইল কান্দি বাজারে তিনি দীর্ঘ যাবত ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বালুঘাট দখলে কেন্দ্র করে ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা আসলামের নেতৃত্বে তার সুপার সপে হামলা চালায় একদল যুবক। এতে তার ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন হামলার সময় তার কর্মচারীকে মারধর করে ক্যাশ বাক্সে থাকা ২ লক্ষ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। সিসিটিভির ফুটেজ দেখে হামলা কারিদের সনাক্ত করেন তিনি। হামলাকারীরা হলেন, ভুয়াপুর উপজেলা নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দি গ্রামের আসলাম তালুকদারের ছেলে ওয়ারেছ তালুকদার(২৫) একই গ্রামের ফরিদুল তালুকদারের ছেলে সোয়াদ(২৩) তালুকদার, মোজাম্মেল তালুকদারের ছেলে সাদ্দাম তালুকদার(২৬) ও বারেক তালুকদারের ছেলে ইছা তালুকদার(২২) সহ বেশ কয়েকজন।
স্থানীয়রা জানান, যমুনা সেতু চায়না প্রজেক্টের বালু ঘাট গোহালিয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ ও তার পরিবারের লোকজন মিলে পরিচালনা করতো। সরকার পরিবর্তনের পর আব্দুল হাই আকন্দ গা়ঁ ঢাকা দেন। বৃহস্পতিবার দুপুরে ওই বালুঘাটের দখল নিতে যায় আসলাম তালুকদারের লোকজন। সেখানে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। এতে কয়েকজন যুবক আহত হয়। এই ঘটনার জেরে পাথাইলকান্দি বাজারে কবীর আকন্দের সপিং মলে হামলা চালিয়ে ভাঙচুর করে আসলাম তালুকদারের লোকজন । পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আসলাম তালুকদার মুঠোফোনে বলেন,বিষয়টি তারা পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছে।। অতি দ্রুত স্থানীয়দের সহায়তায় এটি সমাধান করা হবে।
এ বিষয়ে ভুয়াপুর থানার পুলিশের উপপরিদর্শক এসআই মো. রুবেল মিয়া জানান,খবর পেয়ে তারা ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন। যৌথবাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।