ঢাকাTuesday , 21 January 2025
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অভিযোগ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আটক
  7. আন্তর্জাতিক
  8. আবহাওয়া
  9. ইতিহাস
  10. কবিতা
  11. কুষ্টিয়া
  12. কৃষি
  13. খুন
  14. খেলাধুলা
  15. চাকুরী
আজকের সর্বশেষ সবখবর
  • বিজ্ঞাপন

    বিজ্ঞাপন

  • “দূর্গাপুরে সরকারী উন্নয়নমূলক কাজের অনিয়মের প্রতিবাধে মানববন্ধন।

    দেশ চ্যানেল
    January 21, 2025 12:04 pm
    Link Copied!

    উপজেলা প্রতিনিধি দূর্গাপুর,নেএকোনা।

    নেত্রকোনার জেলার সীমান্তের উপজেলা দুর্গাপুর, সেখানকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নিমিত্বে সরকারি একাধিক কাজ চলমান রয়েছে, একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজে সম্পৃক্ত আছেন।সরকারি সিডিউল মোতাবেক কাজ না করায় ঠিকাদারী প্রতিষ্ঠানের উপর কাজের অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। (২১জানুয়ারী মঙ্গলবার) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসী ও সুশীল সমাজের উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় হয়।

    মানববন্ধনে ইউনিয়ন বিএনপি‘র আহবায়ক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, ইউনিয়ন বিএনপির  সিনিয়র যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব বোরহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর্জা নজরুল, শ্রমিক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম বাবুল, শিক্ষক মোস্তাক আহমেদ, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের  আহ্বায়ক শফিকুল ইসলাম হাসান সহ এলাকার জনসাধারণ ।

    মানববন্ধনে বক্তারা বলেন, দুর্গাপুর ইউনিয়নে ৯টি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। কোটি  টাকার প্রতিটি কাজেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। সরকারিভাবে কোন তদারকি না থাকায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কাজের মান। টানানো হয়নি কোন সিটিজেন চার্টার। আমরা চাই ইস্টিমিট অনুযায়ী সঠিক মানের সামগ্রী দিয়ে কাজ গুলো করা হউক। আজকের মানববন্ধনের পরে যদি কাজ গুলো সঠিকভাবে করা না হয়, তাহলে ইউনিয়বাসীকে নিয়ে প্রতিটি কাজের সাইডে গিয়ে সকলে মিলে অনশন করবো।

    মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে  জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয় এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST