মোঃ মশিউর রহমান সুমন। মেহেন্দিগঞ্জ, বরিশাল, প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জে উপজেলার চানপুর ইউনিয়নের পাটনিঘাটা নামক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
আজ ২১জানুয়ারি (মঙ্গলবার) দুপুর অনুমানিক ১ টায় মেহেন্দিগঞ্জ উপজেলার পাটনিঘাটার একতা বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে। এসময় চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সুত্রপাত ঘটেছে। এলাকাবাসী জানান, স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা। পরবর্তীতে মেহেন্দিগঞ্জে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলে তার দ্রুত না আসায় চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায় এমনটাই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
এদিকে ভুক্তভোগী দোকান মালিকরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল ও নগদ অর্থসহ পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অনুমানিক ১০ লক্ষ টাকা।