মোঃ আব্দুল আজিজ বিশেষ প্রতিনিধি নওগাঁ
অদ্য ২২ শে জানুয়ারি রোজ বুধবার সকাল ১০ টা থেকে বৈকাল ৫ টা পর্যন্ত মান্দা উপজেলা ভারশোঁ ইউনিয়নে বিলউথরাইল মাঠে, তেকোনা মোড়ে শত শত লোকের সামনে অবৈধ জমি দখল দারিত্বের বিরুদ্ধে, স্পট গন শুনানি অনুষ্ঠানে নেতৃত্ব দেন,মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহা আলম মিয়া।
এ সময় উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে সহযোগিতা করেন,শারমিন জাহান লুনা সহকারী কমিশনার (ভূমি)মোঃ জাকিরুল ইসলা জাকির মান্দা সার্কেস এস পি,আব্দুল গনি ওসি( তদন্ত)ওমর ফারুক সিঃওয়াঃঅফিঃ বাংলাদেশ সেনাবাহিনী, ডাঃইকরামুল বারী এমবিবিএস, উপজেলা চেয়ারম্যান (সাবেক )মাহাবুব হোসেন ইউনিয়ন ভূমি কর্মকর্তা,আরমান ইউনিয়ন ভূমি কর্মকর্তা আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মি সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
মান্দা উপজেলায় ভারশোঁ ইউনিয়নের আওতায় কালিসভা,বিলউথরাইল,মহানগর,বাঁকাপুর,মৌজা সমূহের সরকারি ৮০০ শত একর সরকারি খাস/ভিপি সম্পত্তি উদ্ধার/ বেদখল মুক্ত করে,বৈধ মালিক গনের বেদখলীয় জমি উদ্ধার করন এবং অবৈধভাবে জমি দখল কারিদের উচ্ছেদ করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় স্পট গনশুনানির লক্ষ।গত ২১ তারিখে ৫০ জন এবং অদ্য ২২ তারিখে ২০০ জনের শুনানি করেন।
শুনানি শেষে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহা আলম মিয়া বলেন,যে সকল ব্যাক্তি পেশিশক্তি ও রাজনৈতিক পরিচয়ে অবৈধভাবে জমি দখল করেছেন, তাদের জমি ছেড়ে দিতে হবে। যে সকল ভূমিহীন মানুষ আছেন জমি দখলে নাই তাদের উদ্দেশ্যে বলেন আপনারা অতি দ্রুত দরখাস্ত করবেন, যাচাই বাছাই করে তাদের জমি বরাদ্দ দেওয়া হবে কিন্তু কোন সুপারিশ বা কাহারও কোন তদ্বির লাগবে না। যে সকল ব্যাক্তি জমি দীর্ঘ দিন থেকে ভোগদখল করছেন কিন্তু কোন বৈধতা নাই তাদের দরখাস্তের আহবান জানান তিনি। একজন এক একরের বেশি জমি দখলে রাখতে পারবেন না। যদি কেহ এক একরের বেশি জমি দখল করে থাকেন তাহলে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার অনুরোধ করছি।
উপস্থিত ভুক্তভোগী ও জমির দরখাস্ত করিদের মধ্যে মোঃহযরত আলী,আঃআলিম,আঃরাজ্জাক,মোঃছানাউল্লাহ, আঃছালাম সহ অনেকের বক্তব্য, আজ দীর্ঘ দিন থেকে এই উথরাইল বিলের জমি বিরোধ নিয়ে, অনেকের প্রান দিতে হয়েছে। আমরা চাই আগামী দিনে আর কোন মায়ের যেন সন্তান হারা না হয়।এমন নিয়ম যদি অতীতে হতো তাহলে এখানে অনেকে প্রানে বেঁচে যেত।এমন ইউএনও প্রত্যেক উপজেলায় প্রতিষ্টিত হউক আমরা এই দোয়া করি।